উত্তর পশ্চিমাঞ্চলীয় সিরিয়ার বর্ধিত মানবিক বিপর্যয় এড়াতে যেসব জনগণ পালিয়ে বেড়াচ্ছেন তারা যেন মারণাত্মক করোনা ভাইরাসের ঝুঁকিতে না পড়েন, বহু দেশের স্বাস্থ্য কর্মকর্তারা তা নিশ্চিত করতে চাইছেন I জাতিসংঘ কর্মকর্তাদের অনুমান ইদলিব ও আলেপ্পো প্রদেশের বর্ধিত সংঘাতের কারণে গৃহহীন ৯,৪৮০০০ জনগণ আজ ভাইরাসের ঝুঁকিতে পড়তে পারেন I এই পরিস্থিতি তীব্রতর হয়েছে যখন জনগণ ছোট ছোট এলাকায় ছড়িয়ে ছিটিয়ে তীব্র শীতের মধ্যে গাছের নীচে, খোলা জায়গায় বা ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নীচে আশ্রয় নিয়েছেন I
বিশ্ব স্বাস্থ্য সংস্থার INAS HAMMAM বলেন, ক্যাম্প বা বেশি সংখ্যক মানুষের শহরগুলি এখন হামলার লক্ষবস্তু হয়ে দাঁড়িয়েছে I