আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ছিল "সদ্য সমাপ্ত জি ২০ শীর্ষ সম্মেলন ও অর্থনীতির বর্তমান অবস্থা–ভবিষ্যত চেহারা"। এতে অতিথি উত্তরদাতাদের প্যানেলে ছিলেন ঢাকা থেকে বিআইডিএস এর গবেষক ডক্টর নাযনীন আহমেদ, American Public University System ‘এর School of Security & Global Studies এর Adjunct Faculty ড. সাঈদ ইফতিখার আহমেদ এবং বাহরাইন প্রবাসী অর্থনীতিবিদ ডক্টর ওমর ফারুক। সঞ্চালনায় ছিলেন সরকার কবীরূদ্দীন।
Your browser doesn’t support HTML5
অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন/মন্তব্যের জবাব দেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ এ অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তর দাতাদের মন্তব্য-বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায়দায়িত্ব বর্তাবে না। আর এ অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানূশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোন দেশ-কাল-সমাজ-পাত্র বা ঘটনার প্রতি অঙ্গূলী নির্দেশ নয়, বুদ্ধিদৃপ্ত আলোচনাই কাম্য।
আজকের হ্যালো ওয়াশিংটনে প্রশ্ন/মন্তব্য করেছেন:
(১) নিউ ইয়র্কের টাইম টিভির স্বত্বাধিকারি-সি ই ও এবং নিউ ইয়র্কের বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের।
(২)পশ্চিম বঙ্গ মুর্শিদাবাদ থেকে যিয়াউর রহমান।
এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটন আমাদের ওয়েব সাইটেও শোনা যাবে। আমাদের ওয়েব সাইট www.voanews.com/Bangla/hello Washington .