ঘূর্ণিঝড় 'ল্যারি' শক্তিশালী হয়ে উঠছে

পূর্বাঞ্চলীয় আটলান্টিক মহাসাগরে ঘূর্ণিঝড় 'ল্যারি' শক্তিশালী হয়ে উঠছে , ২রা সেপ্টেম্বর, ২০২১ - এনওএএ

ঘূর্ণিঝড় 'আইডা' যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূল এবং উত্তর পূর্বাঞ্চলে আঘাত হানার পর ক্ষয়ক্ষতির ব্যাপকতা নিরূপণ যখন চলছে তখন আবহাওয়াবিদরা আরো একটি ঘূর্ণিঝড় 'ল্যারি'কে পূর্বাঞ্চলীয় আটলান্টিকে জোরালো হয়ে উঠতে দেখছেনI

সর্বশেষ প্রতিবেদনে আবহাওয়াবিদরা জানান, ঘূর্ণিঝড় 'ল্যারি' এখনো সুদূর পূর্বাঞ্চলীয় আটলান্টিক এবং যুক্তরাষ্ট্রের মুল ভূখণ্ডের চাইতে দূরে, আফ্রিকার কাছে রয়েছেI ইতোমধ্যেই ঘূর্ণিঝড়টির বাতাসের বেগ হয়েছে ঘন্টায় ১৩০ কিলোমিটার, যা আগামী ২৪ ঘন্টার মত সময়ে, আরো শক্তিশালী হয়ে উত্তর পশ্চিমাঞ্চলের দিকে ধাবিত হতে পারেI তাদের অনুমান, শুক্রবার দিনের শেষে এটি ভয়াবহ এক ঘূর্ণিঝড়ে রূপ নেবেI

আবহাওয়াবিদরা আগামী মঙ্গলবার বারমুডার দক্ষিণে ঘূর্ণিঝড়ের গতিটির ওপর নজর রাখবেন, যখন তা ৪ ক্যাটেগরির ঘূর্ণিঝড়ে রুপ নেবে এবং পূর্বাভাষ অনুযায়ী তার গতিবেগ থাকবে ঘন্টায় ২০৬ কিলোমিটারI