বুধবার শত শত আফগান কাবুলের পোস্ট অফিসে এসে জড়ো হনI এ সপ্তাহেই পোস্ট অফিসে খোলা হবে এবং কাগজপত্র ইস্যু করা হবে, এমন খবর ছড়ানোর একদিন পরেই জনগণ পোস্ট অফিসে ভিড় জমানI তবে তালিবানের নিরাপত্তা সদস্যরা আইন শৃঙ্খলা বজায় রাখতে কয়েকজনকে মারধর করেনI
তালিবান কর্মকর্তারা জানান, পোস্ট অফিসের কাজকর্ম শনিবার থেকে শুরু হবেI তালিবানের ক্ষমতা গ্রহণ এবং অগাস্ট মাসে পূর্ববর্তী সরকারের পতনের পর তা বন্ধ ছিল, যে কারণেই দেশ ছাড়তে যারা মরিয়া,তারা বাধার মুখে পড়েনI
একজন দরখাস্তকারী, মাহির রাসুলি অফিসের বাইরে রয়টার্স মাধ্যমকে জানান, "আমি আমার পাসপোর্ট নিতে এখানে এসেছি, তবে দেখতেই তো পাচ্ছেন কত ঝামেলা এখানে, কিছুই কাজ করছে নাI এমন কোনোই কর্মকর্তা নেই যে আমাদের প্রশ্নের জবাব দিতে পারে যে কখন আমরা আসবোI জনগণ এখন বিভ্রান্ত হয়ে পড়েছেন"I
তালিবানের একজন মুখপাত্র যিনি পাসপোর্ট অফিসের দায়িত্বে রয়েছেন তিনি তাৎক্ষণিকভাবে মন্তব্য দেবার অনুরোধে সাড়া দেন নিI
ইসলামী আন্দোলন আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর দারিদ্র ও ক্ষুধা পরিস্থিতির অবনতি হয়েছে, যে দেশটি খরা ও কভিড মহামারীর কারণে ইতিমধ্যে জর্জরিতI
জাতিসংঘের হিসাব অনুযায়ী সাম্প্রতিক মাসগুলিতে ৫ লক্ষ লোক গৃহহীন হয়েছেন, এবং স্বাস্থ্য পরিষেবা, স্কুল কার্যক্রম এবং অর্থনীতি ভেঙে পড়লে সেই সংখ্যা আরো বাড়তে পারেI
শনিবার পাসপোর্ট বিতরণ শুরু হবে এবং প্রাথমিভাবে যারা আগে জমা দিয়েছেন তারাই শুধু সেবা পাবেন, এমন নির্দেশনা দেয়া সত্ত্বেও শত শত আফগান জনগণ পাসপোর্ট অফিসে জড়ো হয়েছিলেনI
(রয়টার্স)