মানব পাচারের শিকার হয়েছেন যে বাংলাদেশীরা তাদের দেশে ফিরিয়ে আনা হবে

FILE - An abandoned boat which carried Rohingya and Bangladeshi migrants from Thailand is found off the coast near the city of Kuta Binje, Indonesia's Aceh Province.

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক বলেছেন পাচারের শিকার হয়েছেন যে বাংলাদেশীরা তাদের চূড়ান্ত যাচাই হয়ে গেলেই তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

এশিয়ার অভিবাসন সঙ্কট নিয়ে শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত আন্তঃদেশীয় বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংএ পররাষ্ট্র সচিব একথা বলেন।

সাগর পথে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় অমানবিক দেশান্তরের চলমান ঘটনাগুলোর মধ্যে এই বৈঠকের আয়োজন করা হয়।

এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্টটি পাঠিয়েছেন জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট