আজ বিশ্ব মানবাধিকার দিবস

আজ বিশ্ব মানবাধিকার দিবস।বিজয়ের এই মাসে মানবাধিকারের বর্তমান

প্রেক্ষাপট নিয়ে যখন বিভিন্ন মহলে কথা ওঠে তখন বিজ্ঞজনেরা নানা মতামত

ব্যক্ত করেন।হত্যা, গুম, নির্যাতনের কথা বলতে গিয়ে মানবাধিকার কর্মী খুশি

কবির বলেন- একটি হত্যাও কাম্য নয়।

বাংলাদেশে বাল্যবিবাহের যে আইন আছে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজ।তিনি বলেন- একটি বড়

মানবাধিকার লংঘনের প্রশ্ন হচ্ছে আমাদের দেশে এখনো বাল্যবিবাহের

হার অনেক বেশি।

এদিকে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম বেশ কয়েক বছর ধরেমানবাধিকার নিয়ে কাজ করতে গিয়ে যে বিষয়গুলো তার নজরে এসেছে সে

সম্পর্কে তিনি বলেন- মানবাধিকার লংঘন বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে বিচার বহির্ভূত হত্যা ও গুম।তিনি আরো উল্লেখ করেন সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নানা বিপত্তির কথা।সংবাদমাধ্যম যে দেশে স্বাধীন হতে পারে না সে দেশের সভ্যতা ধ্বংস হতে বাধ্য বলছেন বিশেষজ্ঞরা।

Your browser doesn’t support HTML5

আজ বিশ্ব মানবাধিকার দিবস