বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালনের কর্মসূচি ঘোষণা

ঢাকা এবং এর পাশ্ববর্তী জেলাগুলোর কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ ১০৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্য কয়েকশত শিক্ষার্থী শনিবার ঢাকায় জঙ্গীবাদ বিরোধী র‍্যালী ও সমাবেশে অংশ নিয়ে শিক্ষাঙ্গনকে উগ্রবাদ-জঙ্গীবাদ মুক্ত রাখার এবং কোনো শিক্ষার্থী যেন উগ্রবাদ-জঙ্গীবাদের ভুল পথে না যায় তার লক্ষ্যে কর্মকান্ড পরিচালনার প্রত্যয় ঘোষণা করেছেন।
দেশের বিশ্ববিদ্যালয়সমূহের তদারকি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আগামী ১ আগস্ট অর্থাৎ গুলশান রেস্তোরায় হামলার এক মাস হওয়ার দিন, দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালনের কর্মসূচি ঘোষণা করেছে।
পুলিশ শনিবার ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ বাংলাদেশ বা হুজিবি’র ঢাকা মহানগরের অন্যতম একজন শীর্ষ নেতাসহ তিনজনকে আটক করার দাবি করেছে।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালনের কর্মসূচি ঘোষণা