ফ্রান্সে সন্ত্রাসী আক্রমণে ৪ জন নিহত

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রক আজ এ খবরের সত্যতা নিশ্চিত করেছে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর ত্র্যাবে বাহ্যত পণবন্দী করার জন্য একটি সুপারমার্কেটে, একজন বন্দুকধারীর গুলিতে দু'জন নিহত হবার পর, পুলিশ ঐ বন্দুকধারীকের হত্যা করেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়োল ম্যাক্রঁ বলেছেন, স্বাক্ষ্য প্রমাণে মনে হয় বন্দুকধারীটির কর্মকান্ড সন্ত্রাসবাদ বলে অভিহিত হতে পারে।

জাতীয় পুলিশ ইউনিয়নের একজন কর্মকর্তা বলেছেন যে, ঐ সুপারমার্কেটে অভিযান চালানোর সময়ে পুলিশ ঐ আক্রমণকারীকে হত্যা করেছে।

প্যারিসের অভিশংসন দপ্তর বলেছে, সন্ত্রাসবিরোধী কর্তৃপক্ষ এই তদন্তের ভার গ্রহণ করেছে তবে কেন, সে প্রশ্নের কোন ব্যাখ্যা তিনি দেননি।

২০১৫ সাল থেকে ইসলামিক স্টেট উগ্রবাদীরা উপর্যুপরি আঘাত হানায়, ফ্রান্সে উচ্চ সতর্কীকরণ বহাল আছে। ঐসব উগ্রবাদী হামলায় সেখানে ২০০‘র ও বেশি লোক প্রাণ হারিয়েছেন।