হংকংএ সরকারি সদর কার্যালয়ের কাছে থেকে কিছু প্রতিবন্ধক সরিয়ে নেওয়া হয়েছে।

A pro-democracy protester talks on a loudspeaker to there gathered in the Mong Kok district of Hong Kong, Oct. 5, 2014.

হংকংএ গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা, শহরকেন্দ্রে সরকারি সদর কার্যালয়ের কাছে থেকে কিছু প্রতিবন্ধক সরিয়ে নেওয়ার বিষয়ে রাজী হয়েছে। এর একদিন পরে হচ্ছে সরকারের চুড়ান্ত সময়সীমা, যখন তাদের রাস্তা থেকে সরে যেতে হবে।

এমন সময় এই পদক্ষেপ নেওয়া হয় যখন কিছু প্রতিবাদকারি আরেকটি বিক্ষোভের এলাকা, মংকক জেলা থেকে প্রত্যাহার করে। এটা স্পষ্ট নয় তারা প্রধান সমাবেশ এলাকায় যোগ দেবে না পুরোপুরি প্রত্যাহার করেছে।

বহু ছাত্র ছাত্রী সহ হাজার হাজার প্রতিবাদকারী দ্বিতীয় সপ্তাহের মতো ব্যাপক ২৪ ঘন্টার সমাবেশ করছে। ২০১৭ সালে নির্বাচনে তাদের পছন্দের নেতার জন্য ভোট দেওয়ার অধিকারের জন্য তারা এই সমাবেশ করছে।

ওই অবস্থান ধর্মঘট, বিশ্বের গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্রস্থলে জীবনযাত্রা বিঘ্নীত করছে। সেখানে পুলিশ ও বেজিং পন্থী বিরোধীরা বার বার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।