হেজবুল্লাহর শীর্ষ কমান্ডার মুস্তাফা বদ্রেদ্দিন নিহত

শুক্রবার সিরিয়ার দামাস্কাস বিমানবন্দরের কাছে নিহত হওয়া লেবানী জঙ্গী গোষ্ঠি হেজবুল্লাহর শীর্ষ কমান্ডার মুস্তাফা বদ্রেদ্দিন’কে ইসলামপন্থী জঙ্গীরা হত্যা করেছে বলে দাবী করেছে হেযবুল্লা কতৃপক্ষ।

শনিবার হেজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয় তারা তদন্ত করে দেখেছ যে বিস্ফোরনে মুস্তাফা বদ্রেদ্দিন নিহত হন, তা ঐ অঞ্চলের সুন্নী জঙ্গী গোষ্ঠী ‘তাকফিরির’র ঘটানো।

মুস্তাফার কফিন নিয়ে হেজবুল্লাহ সদস্যরা শুক্রবার দক্ষিন বৈরুতে মিছিল করে। ৫৫ বছর বয়সী মুস্তাফা বদ্রেদ্দিন শিয়া গোষ্ঠি হেজবুল্লাহর শীর্ষ পদে ছিলেন বহু বছর।