দুশো পঁয়ত্রিশ বছর আগে ফ্রান্স থেকে আমেরিকায় এসেছিল একটি জাহাজ। সেটিই হয়ে দাঁড়ায় দুই দেশের বন্ধুত্বের প্রতীক। ফরাসী সেইযুদ্ধ জাহাজ আটলান্টিক পাড়ি দিয়েছিল বৃটিশদের বিরুদ্ধে আমেরিকার বিপ্লবে সাহায্য করার লক্ষ্যে। পুরোনো সেই বন্ধু আবার এসেছে নতুন করে। যুদ্ধ জাহাজটির অবিকল কপি সেই একই পথ পাড়ি দিয়ে আবার এসেছে আমেরিকায়। থাকবে জুলাইয়ের ১৮তারিখ পর্যন্ত। জাহাজটি ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়াতে যখন থেমেছিল, সেটি ঘুরে দেখতে গিয়েছিল ভয়েস অব আমেরিকার যেবোরা ব্লক। তাঁর দেখা জাহাজের গল্প শোনাচ্ছেন আনতাকি রাইসা ও সেলিম হোসেন।
Your browser doesn’t support HTML5