বারাক ওবামার দ্বিতিয় চার বছর মেয়াদ - লক্ষ ও প্রত্যাশা বিষয়ে হ্যালো ওয়াশিংটন আলোচনা

Your browser doesn’t support HTML5

হ্যালো ওয়াশিংটন


আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় – ‘প্রেসিডেন্ট ওবামার দ্বিতিয় চার বছর মেয়াদ – লক্ষ ও প্রত্যাশা’ ।
আমাদের আজকের এ অনুষ্ঠানের জন্যে অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন নতুন দিল্লি থেকে ব্যবস্থাপনা পরামর্শক অধ্যাপক অমিতাভ বসূ , ঢাকা থেকে রয়েছেন ঢাকা বিশ্বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের শিক্ষক প্রফেসার আমেনা মহসীন এবং নিউ ইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংবাদিক-সংবাদ ভাস্যকার-বিশ্লেষক সৈয়দ মোহাম্মদউল্লাহ ।
এ তিন অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন/মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে । আর হ্যাঁ এ অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য-বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত – ভয়েস অফ এ্যামেরিকা কতৃপক্ষের ওপর তার দায়দায়িত্ব বর্তাবে না । এখন শুরূ ক’রছি তাহ’লে - সরাসরি চ’লে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে । একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হ’তে পারে । প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত ক’রবেন দয়া ক’রে – উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না ক’রলে বাধিত হবো । আর ভালো কথা । এ অনুষ্ঠানের লক্ষ জ্ঞানানূশীলন-খবরাখবর জানা -বিশেষ কোনো দেশ-কাল-সমাজ-পাত্র বা ঘটনার প্রতি অঙ্গূলী নির্দেশ নয় - বুদ্ধিদৃপ্ত আলোচনাই কাম্য । এখন তাহ’লে শুরূ ক’রছি । প্রথম কলারের কাছে যাচ্ছি –
(১)কল ক’রছেন রানীনগর ,মুর্শিদাবাদ ভারত থেকে যিয়াউর রহমান – হ্যালো ।
(২)ঢাকা বাংলাদেশ থেকে কল করছেন রূবাবা আনোয়ার–হ্যালো ।
(৩) দোহা কাতার থেকে নূর মোহাম্মদ কল করছেন ­– হ্যালো ।
(৪) শামিম আরা কল করছেন নিউ ইয়র্ক থেকে – হ্যালো –।

হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠান প্রচারিত হ’চ্ছে ভয়েস অফ এ্যামেরিকা ওয়াশিংটন থেকে । আমরা আলোচনা ক’রছি ‘প্রেসিডেন্ট ওবামার দ্বিতিয় চার বছর মেয়াদ – লক্ষ ও প্রত্যাশা’! এ প্রসঙ্গে ।
আমাদের আজকের এ অনুষ্ঠানের জন্যে অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন নতুন দিল্লি থেকে ব্যবস্থাপনা পরামর্শক অধ্যাপক অমিতাভ বসূ , ঢাকা থেকে রয়েছেন ঢাকা বিশ্বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের শিক্ষক প্রফেসার আমেনা মহসীন এবং নিউ ইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংবাদিক-সংবাদ ভাস্যকার-বিশ্লেষক সৈয়দ মোহাম্মদউল্লাহ ।
বলে রাখা দরকার এ অনুষ্ঠানে শ্রোতাদের মন্তব্য-প্রশ্ন বা অতিথি উত্তরদাতাদের বক্তব্য কোনো কিছুরই দায়দায়িত্ব ভয়েস অফ এ্যামেরিকা কতৃপক্ষের ওপর বর্তাবে না । মন্তব্য-প্রশ্ন – বক্তব্য সবই তাঁদের ব্যক্তিগত মতামতের প্রতিফলন ।
(৫) কল করছেন কুশ্টিয়া বাংলাদেশ থেকে আলাউদ্দীন আহমেদ – হ্যালো ।
(৬)রূবিনা রশিদ কল করছেন পুনে ভারত থেকে – জ্বি ।
আজ আর হাতে সময় নেই – শেষ করতে হচ্ছে এখানেই ।
ভালো কথা এ হ্যালো ওয়াশিংটন আমাদের ওয়েব সাইটে শোনা যাবে – আমাদের ওয়েব সাইট www.voanews.com/bangla/hello Washington .
শ্রোতাদের সকলকে এবং সেই সঙ্গে বিশিষ্ট তিন অতিথি উত্তরদাতা নতুন দিল্লির ব্যবস্থাপনা পরমর্শক অধ্যাপক অমিতাভ বসূ , ঢাকার ঢাকা বিশ্বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের শিক্ষক প্রফেসার আমেনা মহসীন এবং নিউ ইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংবাদিক-সংবাদ ভাস্যকার-বিশ্লেষক সৈয়দ মোহাম্মদউল্লাহকে ধন্যবাদ জানিয়ে সরকার কবীরূদ্দীন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি –সালাম নমস্কার শুভরাত্রি । ভালো থাকবেন সবাই ।HELLO WASHINGTON

Your browser doesn’t support HTML5

HELLO WASHINGTON