আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়ে ছিল মাদক সমস্যা ও যুব সমাজ। আজকের আলোচনায় আমাদের তিন বিশেষ অতিথি ছিলেন।
ডাক্তার অরূপ রতন চৌধুরী, চিকিৎসক, প্রতিষ্ঠাতা-পরিচালক ‘মানস’। ডাক্তার প্রদীপ কুমার সাহা, পরিচালক, প্রফেসার পিজি হাসপাতাল কলকাতা মিঃ বকুল ফ্রান্সিস কস্টা, সিনিয়ার কাউন্সেলার, বাংলাদেশ রিহাবিলিটেশন এ্যান্ড এ্যাসিসটেন্স সেন্টার (বারাকা)।
সঞ্চালক ছিলেন রোকেয়া হায়দার।
Your browser doesn’t support HTML5