হ্যালো ওয়াশিংটনঃ বড়দিনের আনন্দ এবং ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা

হ্যালো ওয়াশিংটনের বিষয় ছিল “বড়দিনের আনন্দ এবং ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা।” শত শত বছর ধরে বিশ্বের কোটি কোটি খৃষ্টান ধর্মাবলম্বী পৃথিবীতে যীশুর আগমনকে স্মরণ কোরে বড়দিন পালন করেন। এই দিনে যীশুর জীবন এবং কর্মের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্বের খৃষ্টান সম্প্রদায়ের মানুষজন। ওয়াশিংটনের অদূরে সেন্ট ক্যামেলিয়াস চার্চে বৃহত্তর ওয়াশিংটন এলাকার বাঙালি আমেরিকান খৃষ্টান সম্প্রদায় প্রার্থনার জন্য সমবেত হন। জাতী, ধর্ম, বর্ণ নির্বিশেষে বড়দিনের তাৎপর্য তুলে ধরেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এন্থনী পিউস গোমেজ। বৃহত্তর ওয়াশিংটন এলাকার খৃষ্টান এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডঃ প্যাট্রেশিয়া শুক্লা গোমেজ বড়দিনের আদর্শ এবং কিভাবে পালন করা হচ্ছে সেটা জানালে। প্রবাসী বাঙ্গালীরা বড়দিনের আনন্দ করছেন নানা ভাবে। বিস্তারিত শুনতে অডিওতে চাপ দিন।

Your browser doesn’t support HTML5

Hello Washington

Your browser doesn’t support HTML5

হ্যালো ওয়াশিংটনঃ বড়দিনের আনন্দ এবং ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা