হ্যালো ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের নির্বাচন ও রাজনীতি

A technician performs a sound check at Miami Dade College where former Florida governor Jeb Bush is expected to announce his bid for the Republican presidential nomination, June 15, 2015, in Miami.

আজ বুধবার হ্যালো ওয়াশিংটনের বিষয়: যুক্তরাষ্ট্রের নির্বাচন ও রাজনীতি।

আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশেষ অতিথি ছিলেন।

আমাদের সঙ্গে যোগ দেন ড: আলী রিয়াজ। তিনি ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান।

আমাদের সঙ্গে আরও যোগ দেন ড: মেহনাজ মোমেন। তিনি টেক্সাস এ অ্যান্ড এম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের, গণ প্রশাসন বিভাগের অ্যাসোশিয়েট প্রফেসর।

শ্রোতারা আজকের হ্যালো ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের নির্বাচন ও রাজনীতি সম্পর্কে মন্তব্য করেন ও বিভিন্ন প্রশ্ন করেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে লোকজন প্রশ্ন করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন শাগুফতা নাসরিন কুইন।

Your browser doesn’t support HTML5

হ্যালো ওয়াশিংটন