বুধবার ২৭শে সেপ্টেম্বর হ্যালো ওয়াশিংটনের বিষয় ভারত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর ভারত সফর ও ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক।
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা খাতে ঐতিহাসিক অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হতে পারে বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ভারত সফরকালে বলেছেন। তিনি বলেন দুই দেশের মধ্যেকার অংশীদারিত্বের এই সম্পর্ক কখোনোই এ্যাতো শক্তিশালী ছিল না। নয়া দিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিথারামান এবং ভারত সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে স্বাভাবিক কৌশলগত সম্পর্ক বিদ্যমান এবং দুই দেশের মধ্যে রয়েছে অভিন্ন মূল্যবোধ ও পারস্পারিক স্বার্থ।
জিম ম্যাটিসের এই ভারত সফরের পর দক্ষিন এশিয়ায় তার প্রভাব কি হতে পারে; ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক কি হতে পারে এসব বিষয়ে আলোচনায় অংশ নেন দি হিন্দু পত্রিকার সিনিয়র সাংবাদিক বরুণ দাসগুপ্ত এবং যুক্তরাষ্ট্রের পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের সিকিউরিটি এ্যান্ড গ্লোবাল স্টাডিজ এর এ্যাডজাংক ফ্যাকাল্টি ড. সাইদ ইফতেখার আহমেদ।
Your browser doesn’t support HTML5