হ্যালো ওয়াশিংটন: বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকান্ড ও উগ্রবাদের আশংকা

Bangladeshi security officers inspect the blood-stained site where publisher Ahmed Rahim Tutul and two writers were shot and stabbed by assailants in the office of the Shudhdhoswar publishing house, in Dhaka, Bangladesh, Oct. 31, 2015.

আজ বুধবার ৪ঠা নভেম্বর, আমাদের নিয়মিত কল ইন শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ছিল বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকান্ড ও উগ্রবাদের আশংকা।

আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের তিনজন বিশেষ অতিথি ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেইন, ড: মেসবাহ কামাল এবং ড: মুহম্মদ আবু নাসের।

ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেইন একজন নিরাপত্তা বিশ্লেষক ও বাংলাদেশ নির্বাচন কমিশনের, সাবেক কমিশনার।

ড: মেসবাহ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর। রিসার্চ অ্যান্ড ডিভেলাপমেন্ট কালেকটিভ সংগঠনের প্রধান তিনি।

ড: মুহম্মদ আবু নাসের স্যাকরামেন্টোতে ক্যালিফর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের অ্যাসিসটেন্ট প্রফেসর।

আজকের হ্যালো ওয়াশিংটনে, বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকান্ড ও উগ্রবাদের আশংকা, এই বিষয়ে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে শ্রোতারা মন্তব্য করেন ও বিভিন্ন প্রশ্ন করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন শাগুফতা নাসরিন কুইন।

Your browser doesn’t support HTML5

হ্যালো ওয়াশিংটন