পবিত্র হজ্ব ব্রত পালম উপলক্ষে জমায়েত হয়েছেন সারা বিশ্বের প্রায় বিশ লক্ষ মুসুল্লি

সৌদি আরবের মক্কা মোয়াজ্জামায় পবিত্র হজ্ব ব্রত পালম উপলক্ষে জমায়েত হয়েছেন সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় বিশ লক্ষ মুসুল্লি- আরাফাত ময়দানে হজ্ব পালনরত মুসুল্লিরা একত্রিত হন নামাজের কাতারে।এই আরাফাত ময়দানেই হযরত আহমেদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লেল্লাহো আলাইহে ওয়াসাল্লামের কণ্ঠে উচ্চারিত হয়েছিলো শেষ খুতবা- আজ থেকে প্রায় চোদ্দ শ’ বছর আগে।এর আগে হজ্ব ব্রত পালনে ব্যাপৃত মুসুল্লিরা সমবেত হয়েছিলেন মীনায়- হজ্ব ব্রত পালনের অনুসঙ্গ তরিকা অনুসরন উপলক্ষে।