হাইতির কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট জোভেনেল ময়সী 'র হত্যাকাণ্ডে জড়িত এক ডজনের বেশি গুপ্ত ঘাতকের সদস্যকে তারা আটক করেছেনI হাইতির কর্মকর্তারা জানান, এই ভারী অস্ত্র সজ্জিত বিদেশি ভাড়াটে গুপ্ত ঘাতকের দলে রয়েছে ২৬ জন কলম্বিয়ান এবং দুজন হাইতি আমেরিকান নাগরিকI সংগঠিতভাবে এই দলটি বুধবার, ভোরের দিকে হাইতির রাজধানীতে তাঁর বাসভবনে তাঁকে গুলি করে হত্যা করেI
হাইতির পুলিশ পরিচালক লিওন চার্লস বলেন, ১৭জন কে আটক করা হয়েছে, যে দলে রয়েছে দুজন হাইতি আমেরিকান নাগরিক ও ১৭জন কলম্বিয়ার নাগরিক I চার্লস জানান ৩জন সন্দেহভাজন নিহত হয়েছেন এবং এখনো ৮জন পলাতকI পুলিশ অবশ্য এর আগে ৪ জনের নিহত হবার খবর দিয়েছিলোI তিনি জানান, তাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান অব্যাহত থাকবেI তাদের ভাগ্য এখন নির্ধারিত, তারা পরাজিত হবে বা তাদের গ্রেফতার করা হবেI
(এপি )