ফরাসী যুদ্ধবিমান র্যাফেল কেনবার জন্য আগামী সপ্তাহেই ভারত ও ফ্রান্সের মধ্যে দিল্লিতে চুক্তি সই হতে চলেছে। মোট দু স্কোয়াড্রন বা ৩৬টি এই বিমানের জন্য ব্যয় হবে ৭.৮৭ বিলিয়ন ডলার। এর বাইরেও আরও ১৮টি র্যাফেল কিনলে ফ্রান্স সরবরাহ করবে। চুক্তি সই করবার জন্য ফরাসী প্রতিরক্ষা মন্ত্রি জাঁ ড্রিয়ান আগামী সপ্তাহে দিল্লিতে আসছেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। ভারতের দরকার মোট ৪২ স্কোয়াড্রন যুদ্ধবিমান, রয়েছে ৩২ স্কোয়াড্রন মাত্র। র্যাফেল কেনবার পরেও যে ঘাটতি রয়ে গেল তা পূরণের জন্য সুইডেনের গ্রিপেন অথবা মার্কিন এফ-১৬ বিমানও ভারতের বিবেচনায় রয়েছে। কিন্তু কেন এই র্যাফেল বিমানই কিনছে ভারত? শোনা যাচ্ছে, চাইলে এই বিমানগুলি পরমাণু অস্ত্র বহনে সক্ষম। ফ্রান্সের বিমানবাহিনিও আগেকার জাগুয়ার বিমানের বদলে পরমাণু অস্ত্র বহনে র্যাফেল বিমানবহরই গড়ে তুলছে।
Your browser doesn’t support HTML5
GUPTA