সারা ভারতের হিসেবে, দেশের প্রায় ৮০% হিন্দু। পশ্চিমবঙ্গে অঙ্কটা ৭০%। বা, সংখ্যায় ২ কোটি ৪০ লক্ষ। ২০১১ সালের জনগণনার নতুন যে সব তথ্য প্রকাশিত হয়েছে, তা অনুসারে, এ রাজ্যের সীমান্তবর্তী তিন জেলা - মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুরে মুসলিমরাই সংখ্যাগুরু। এমনকি, মুর্শিদাবাদে মুসলিমরা হিন্দু জনসংখ্যার দ্বিগুণেরও বেশি। এই পরিসংখ্যানের কি ব্যাখ্যা? বিজেপি নেতৃত্ব প্রত্যাশিত ভাবেই অভিযোগ করছেন, প্রতিবেশী দেশ থেকে বেআইনি অনুপ্রবেশই এর কারণ। এ যুক্তি উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা সুলতান আহমেদ বলছেন, ওই তিন জেলার লাগোয়া বিহারের তিনটি জেলাতেও সংখ্যাগুরু মুসলিমরাই। কংগ্রেস নেতা অধীর চৌধুরি বলেন, কাশ্মিরের অনন্তনাগ জেলায় তো মুসলিমরা মোট জনসংখ্যার ৯৫%।ভয়েস অফ এ্যামেরিকার গৌতম গুপ্তের রিপোর্ট:
Your browser doesn’t support HTML5