প্রাণনাশের হুমকি পেলেন সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি দীপক মিশ্র। মুম্বই বিস্ফোরণ মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত ইয়াকুব মেমনের ফাঁসির নির্দেশ কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে শাস্তি মকুবের আবেদন প্রত্যাখ্যান করেছিল শীর্ষ আদালতের যে তিন সদস্যের বেঞ্চ, তিনি ছিলেন তার প্রধান। এর পরই বিচারপতি মিশ্রের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর জন্য দেওয়া হয়েছে একটি বুলেটপ্রুফ গাড়ি, সঙ্গে চারটি পুলিশের গাড়িও। অন্যান্য বিচারপতিদেরও নিরাপত্তা আরও আঁটোসাটো করবার বিষয়টিও ভেবে দেখা হচ্ছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এইচ এল দাত্তু অবশ্য বলেছেন, এ রকম হুমকি ভাঙতে পারবে না বিচারপতিদের মনোবল। ও দিকে আশঙ্কা হল, মুম্বই বিস্ফোরণের প্রধান দুই চক্রী, দাউদ ইব্রাহিম আর টাইগার মেমন চেষ্টা করবে ইয়াকুবের ফাঁসির বদলা নিতে। কাজেই দেশকে আরও সতর্ক থাকতে হবে, এই হল নিরাপত্তা সংস্থাগুলির অভিমত।
গৌতম গুপ্তের রিপোর্ট:
Your browser doesn’t support HTML5
gupta memon