গ্রীসে যাওয়া মানেই একে তো প্রাচীন এক সভ্যতার ধ্বসাবশেষের মধ্যে ঘুরে বেড়ানোর রোমান্স, অন্য দিকে, পশ্চিম ইওরোপের অধিকাংশ দেশের চেয়ে ৩৫% কম খরচে বিদেশে ভ্রমণের সুযোগ। ভারতীয় পর্যটকদের কাছে তাই গ্রীস ছিল এক আকর্ষণীয় গন্তব্য। কিন্তু সে দেশের সাম্প্রতিক আর্থিক সঙ্কটে পরিস্থিতি বদলে গিয়েছে। ট্যুর অপারেটরেরাও পর্যটকদের গ্রীসে যেতে বারণই করছেন। বিশেষত ওখানে এখন এটিএম থেকে দৈনিক ৬০ ইওরো-র বেশি টাকা তোলা যাবে না। ও দিকে, দোকানে, হোটেলে, রেস্টোর্যান্টে নগদ টাকাই দিতে হচ্ছে। আগেকার মত কার্ডে বিল মোটানো যাচ্ছে না। কাজেই গ্রীসে বেড়াতে গেলে অনেক সমস্যা।
সাধারণ পর্যটক ছাড়াও সদ্য-বিবাহিত দম্পতিরাও মধুচন্দ্রিমা করতে গ্রীসে যেতেন। এঁরা সকলেই এখন বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন স্পেন, তুরস্ক বা ইটালির মত দেশকে। শুনুন গৌতম গুপ্তের রিপোর্ট:
Your browser doesn’t support HTML5