আজ এই প্রাক্তন সেনা অফিসারের বয়স ৮৬ বছর। কিন্তু সেনাবাহিনির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল পি এন হুন তাঁর সদ্য প্রকাশিত আত্মজীবনী দ্য আনটোল্ড ট্রুথ-এ দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রি রাজীব গান্ধীকে অপসারণের জন্য সেনা অভ্যুত্থান ঘটনোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল কে সুন্দরজী ও প্রাক্তন লেফটেন্যান্ট-জেনারেল এস এফ রডরিগস। ইনিও পরে সেনাপ্রধান হয়েছিলেন। তবে এই শীর্ষ সেনা অফিসারদের পেছনে মদতদাতা ছিলেন রাজীব-বিরোধী কয়েকজন রাজনীতিবিদ। এ প্রসঙ্গে লেখক ষড়যন্ত্রে জড়িত থাকবার ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি জৈল সিং, পাঞ্জাবের প্রাক্তন রাজ্যপাল সিদ্ধার্থ শঙ্কর রায় ও রাজীব মন্ত্রিসভারই এক মন্ত্রি বিদ্যাচরণ শুক্লার। ভারতীয় উপমহাদেশের পূর্ব ও পশ্চিম প্রান্তের দুই দেশ - বাংলাদেশ ও পাকিস্তানে সেনা অভ্যুত্থান ঘটেছে একাধিকবার। ব্যতিক্রম থেকে গিয়েছে ভারতই। কিন্তু এই বিবরণ সঠিক হলে ঐ ধারণা বদলে যাবে। আত্মকথা অনুসারে, সেনাবাহিনীর তিনটি প্যারা-কম্যান্ডো ব্যাটালিয়নকে দিল্লিতে এনে এই অভ্যুত্থান ঘটানোর কথা ভাবা হয়েছিল।
Your browser doesn’t support HTML5