ইরাকে এক রেস্তরাঁয় বন্দুকধারীদের গুলিতে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন

Mideast Iraq

ইরাকী কর্মকর্তারা জানিয়েছেন যে শুক্রবার বাগদাদের উওরাঞ্চলের এক শহরে জনপ্রিয় একটি রেস্তরাঁয় বন্দুকধারীদের গুলিতে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেনএবং আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।কর্মকর্তারা জানিয়েছেন তিনজন বন্দুকধারী শিয়া অধ্যুষিত বালাদ শহরের ঐ কফির দোকানে আক্রমণ চালিয়েছে।

বৃহস্পতিবার মধ্য রাতে হামলা হয়। ঐ ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর পরই দুই আক্রমণকারী তাদের কাপড়ে সেটে রাখা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়।

পুলিশ সূত্র রয়টারকে জানিয়েছে যেবাগদাদের ৮০ কিলোমিটার উত্তরেবালাদ শহরে কঠোর নিরাপত্তাব্যবস্হা রয়েছে এবং আক্রমণকারীদের লক্ষ্য স্থলে পৌঁছুতে অন্তত তিনটি পুলিশ চৌকী পার হতে হয়েছিল।