আফগানিস্তানে সহিংসতায় ১৩জন নিহত

আফগান সরকারের কর্মকর্তারা বলছেন- আফগানিস্তানের মধ্যাঞ্চলের এক মহাসড়ক ধরে মোটোর যানে করে যাওয়ার সময় বন্দুকধারীদের অতর্কিত হামলায় কমসে কম তেরো ব্যক্তির প্রাণহানি হয়েছে।

আততায়ীরা সংখ্যায় বেশ কয়েক জন ছিল এবং মঙ্গলবার ভোররাত প্রায় একটা নাগাদ তারা গুলি চালাত চালাতে ঐ মোটোর যানের ওপর চড়াও হয়- জানিয়েছেন ওয়ারদাক প্রদেশের গভর্ণরের মুখপাত্র আতাহুল্লা খোগিয়ানি।

হামলাকারিদের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি- বা কোনো তরফেই এর দায় দায়িত্বও দাবী করেনি কেউ।