মধ্যপ্রাচ্যের সমস্যা নিয়ে ক্যাম্প ডেভিডে আলোচনায় প্রেসিডেন্ট বারাক ওবামা

ইরানের সঙ্গে পারমানবিক কর্মসূচী বিষয় চুক্তি, ইরাক সিরিয়া ইয়েমেন ও লিবিয়ায় সংঘাত নিরসনসহ মধ্যপ্রাচ্যের সমস্যা নিয়ে ছয়টি উপসাগরীয় এলাকার রাষ্ট্রসমূহের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ক্যাম্প ডেভিডে আলোচনা করছেন যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বুধবার গাল্ফ কোঅপরেশন কাউন্সিলের সদস্যরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে এই আলোচনা শুরু হয় হোয়াইট হাউজে। মিষ্টার ওবামা বলেন গাল্ফ অঞ্চলের অস্থিরতম একটি সময়ে এই আলোচনা শুরু হয়।

প্রেসিডেন্ট ওবামার উপ-জাতিয় নিরাপত্তা উপদেষ্টা বেন রডস বলেন এই আলোচনার অন্যতম প্রধান একটি উদ্দেশ্য হচ্ছে ঐ অঞ্চলের সেনা সামর্থ্য সম্পর্কে জানা এবং সেখানকার সমস্যা নিরসনে যুক্তরাষ্ট্র কিভাবে তাদেরকে সহায়তা করতে পারে তা বোঝার চেষ্টা করা।

হোয়াইট হাউজ মুখপাত্র জন আর্নেষ্ট বলেছেন যুক্তরাস্ট্র গাল্ফ কোঅপরেশন কাউন্সিলের সঙ্গে নিরাপত্তা অবস্থা গুরুত্বসহকারে মুল্যায়ন করে।