গিনির জান্তা প্রধান জাতীয় ঐক্য সরকারের প্রতিশ্রুতি দিয়েছেন

গিনির বিশেষ বাহিনী সদস্যরা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কন্ডে'র মন্ত্রীদের সঙ্গে আলোচনার আগে কোনাক্রি'র প্রেসিডেন্ট প্যালেসে আসছেন , ৬ই সেপ্টেম্বর, ২০২১, ছবি, সেল্যু বিনানি/এএফপি


যেসব সামরিক নেতাগিনিতে ক্ষমতা দখলকরেছে এবং জাতীয় সংসদ ভেঙে দিয়েছে, তারা সোমবার জানায় যে তারা, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেIপ্রতিশ্রুত হস্তান্তরের বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে স্পষ্ট করে জানানো হয়নি । এই অভূত্থানের পর পরই, আন্তর্জাতিক সম্প্রদায়, ব্যাপক ভাবে এরনিন্দা জানায় I

জাতীয় টেলিভিশন সম্প্রচারে সৈন্যরা প্রেসিডেন্টকে গ্রেফতার ও সংসদ ভেঙে দেবার ঘোষণা দেয়ার পর, সামরিক বাহিনীর কর্নেল, মামাদি ডম্বোউয়া একটি জাতীয় ঐক্য সরকার গঠনের প্রতিশ্রুতি দেন I

তিনি আরো বলেন, ক্ষমতা গ্রহণের সময়ে তিনি যেসব সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করে আঞ্চলিক সামরিক কমান্ডারদের স্থলাভিষিক্ত করেছেন, তাদের বিরুদ্ধে কোনো দমনমূলক আচরণ করা হবে না।

ডম্বোউয়া আশা করেন, অর্থনৈতিক দুর্দশা নিয়ে যে উদ্বেগ রয়েছে, তা তিনি প্রশমিত করতে সমর্থ হবেন এবং প্রতিশ্রুতি দেন যে, গিনি, “খনি আহরণ চুক্তি বিষয় সব প্রতিশ্রুতি সমুন্নত রাখবে এবং তার দেশে বিদেশী বিনিয়োগকে বিশেষ সুবিধা দেওয়া হবে বলে তার প্রতিশ্রুতির প্রতি গুরুত্ব আরোপ করেনI

৫ই সেপ্টেম্বর সামরিক সূত্র থেকে AFP’ কে দেয়া ভিডিও ফুটেজে, ৫ই সেপ্টেম্বর সামরিক অভ্যুথানের পর, সেনাবাহিনীর হাতে আটক , গিনি কোনাক্রি'র প্রেসিডেন্ট, আলফা কোনডেকে দেখানো হয়I

গিনি'র মোট অভ্যন্তরীণ জাতীয় উত্পাদনের ৩৫% সামগ্রী আসে খনিজ সম্পদ থেকে এবং দুর্নীতির কারণে এবং অবকাঠামোর অভাবে, জনগণ দেশের খনিজ সম্পদ থেকে আসা অর্থের সুফল সামান্যই ভোগ করতে পারেনI

সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের কয়েক ঘন্টা পরে প্রচারিত ভিডিওতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট, আলফা কোনডেকে একটি কক্ষে বিশেষ বাহিনীর সেনা পরিবেষ্টিত অবস্থায় দেখা যায় I সামরিক বাহিনীর সদস্যরা, যারা নিজেদের National Rally and Development Committee (CNRD) 'র সদস্য বলে দাবি করে, তারা পরে জানায় যে, ৮৩বছর বয়সী প্রেসিডেন্ট অক্ষত রয়েছেন এবং তিনি তার চিকিত্সকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন।