গ্রীসে ক্ষমতাসীন সাইরিজা দলের মধ্যে ভাঙ্গন

গ্রীসে প্রেসিডেন্ট এলেক্সেইস সিপ্রাসের ক্ষমতাসীন সাইরিজা দলের চরম বামপন্থী সদস্যরা তাদের নিজে দল ভেংগে বেরিয়ে এসেছেন। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক গ্রীসে জন্য যে সাড়ে নয় হাজার কোটি ডলার বেল আউট অর্থ সাহায্যের প্যাকেজে বাঁধা দিতে প্রেসিডেন্ট এলেক্সেইস সিপ্রাস বার্থ হওয়ার কারণে তারা দল ত্যাগ করেন।

শুক্রবার ২৫জন আইন প্রণেতা ঘোষণ করেছেন যে তারা পপুলার ইউনিটি পার্টি নামের একটি দল গঠন করেছেন। যা গ্রীসের ৩শ আসন বিশিষ্ট পার্লাম্যান্টে তীতৃয় বৃহত্তর দল হবে।

মিঃ সিপ্রাস নতুন কৃচ্ছ্রতা সাধনের পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের বেল আউট প্যাকেজ প্রণয়ণ করার যে অঙ্গিকার করেছিলেন তা থেকে সরে আসার কারণে পপুলার ইউনিটির সদস্যরা হতাশা ব্যক্ত করেন।

গ্রীসের প্রধানমন্ত্রী এ্যালেক্সিস সিপ্রাস বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। এর আগে তিনি ২০শে সেপ্টেম্বর অগ্রিম নির্বাচনের আহবান জানিয়ে ছিলেন। তিনি বলেন, অঙ্গিকার রাখার জন্য আমি যথাসম্ভব চেষ্টা করেছি যাতে করে আমরা সবচাইতে ভাল একটি চুক্তিতে পৌঁছাতে পারি।