গ্রীসে প্রাথমিক ভোট গণনায় কৃচ্ছ্র সাধন প্রত্যাখ্যানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে

Greece Bailout

প্রাথমিক ভোট গণনায় দেখা যাচ্ছে রবিবার গ্রীসের গণভোটে ৬০ শতাংশের বেশি ভোটদাতা কৃচ্ছ্র সাধন প্রত্যাখ্যান করছে। ঋণদাতারা, থোক ঋণ সহায়তার বিনিময়ে ঋণে জর্জরিত গ্রীসের কাছ থেকে সেটাই চাইছে।

গ্রীসের নাগরিকরা রবিবার ভোটদেয়। এই গণভোট গ্রীসের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে যে অ্যাথেন্স ১৯ জাতি ইউরো মুদ্রার জোট থেকে বেরিয়ে আসবে কিনা।

মাত্র কয়েকদিন আগে অ্যাথেন্স, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের ১৮০ কোটি ডলেরের ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়।

ইউরোপীয় নেতারা বলছেন না সূচক ভোট এই ইঙ্গিত দেবে যে গ্রীস ইউরোজোন ছেড়ে দিতে চায় এবং ইউরোপ থেকে রাজনৈতিক ভাবে বিচ্ছিন্ন হতে চায়। কিন্তু গ্রীসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস, ঋণদানকারীদের দাবীর বিপক্ষে ভোট দেওয়ার আহ্ভান জানিয়েছেন। তিনি বলেছেন তাতে নতুন পুনরুদ্ধার প্রস্তাবের শর্তের ব্যাপারে, দরকষাকষি করার জন্য সরকারের ভাল সুযোগ থাকবে।