গ্রিসের পূর্বাঞ্চলে, ভূ-মধ্যসাগরীয় জলসীমায় তুরস্ক নৌ মহড়া শুরু কোরে গ্রিসের সঙ্গে উত্তেজনা আর বাড়িয়ে তুলেছেI বিতর্কিতঐ জলসীমায় তুরস্কের তেল অনুসন্ধানের ব্যাপারে গ্রিসের আপত্তি রয়েছেI মঙ্গলবার দু সপ্তাহ ব্যাপী নৌ মহড়ার আগে, তুরস্কের প্রেসিডেন্ট, রেসেপ তাইয়েফ এরদোয়ান গ্রিসের বিরুদ্ধে জলদস্যূতার অভিযোগ তোলেনI
তুরস্কের এই মহড়া, দুটি নেটোভুক্ত দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক চরমভাবে আঘাত করবেI তুরস্কের দাবি, তাদের সীমান্তের কাছে কস্তোলোরিজা দ্বীপে, গ্রিসের সেনা মোতায়েনের বিরুদ্ধে, তুরস্ক, নৌ মহড়ার উদ্যোগ নেয়I নেটো মহাসচিব, জেন্স স্টলটেনবার্গের হস্তক্ষেপে দুটি দেশ অবশেষে আলোচনায় বসতে রাজি হয়েছেI