আফগান শরণার্থীদের প্রবেশ ঠেকাতে চেষ্টা করছে গ্রীস

গ্রীস-তুরস্ক সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণে নিয়োজিত গ্রীসের সেনাবাহিনী, ফাইল ছবি, ২০শে মার্চ,২০২০ -রয়টার্স

আফগান শরণার্থীদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে এবং তারা ইউরোপে প্রবেশ করতে পারে, এই আশংকায় গ্রীস, তুরস্ক সীমান্তজুড়ে ২৫ মাইল দীর্ঘ দেয়াল ও নতুন নজরদারি ব্যবস্থা নির্মাণ করেছেI ২০১৫ সাল থেকে গ্রীস পুনঃপুন শরণার্থী সঙ্কট মোকাবেলা করে আসছে, যখন তাদের দেশের অভ্যন্তরে সংঘাত থেকে বাঁচতে ১০ লক্ষের অধিক সিরীয় শরণার্থী স্থলে বা সাগরপথে দেশটিতে আসেI

তুরস্কের সঙ্গে গ্রীসের দুর্গম স্থল সীমান্তে 'চেক পয়েন্ট ওয়ান' এ,ভাষণ দেবার সময়, গ্রীসের জন নিরাপত্তা মন্ত্রী, ক্রাইসোকৈদিস স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমাদের সীমান্ত থাকবে নিরাপদ ও অলঙ্ঘনীয়, আমরা শরণার্থীদের নির্বিচার প্রবেশ বরদাস্ত করবো না"I

সাম্প্রতিক সমাপ্ত, স্টিলে নির্মিত, ২৫ মাইল দীর্ঘ বেড়া পরিদর্শনের পর, মন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেনI গ্রীস সরকার আশংকা করছেন তালিবানের কাবুল দখলের পর, জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে আফগান শরণার্থীরা গ্রীসে প্রবেশ করতে পারেI