হাভানায় কিউবা সরকারের বিশাল সমাবেশ 

কিউবার বিপ্লবের প্রতি সমর্থন জানাতে হাজার হাজার সরকারপন্থী সমর্থক সমবেত হয়েছিলেন সাগর পাড়ে অনুষ্ঠিত বিশাল রাজনৈতিক সমাবেশে ১৭ই জুলাই, ২০২১

শনিবার, হাভানায় এক সপ্তাহ ব্যাপী বিরল বিক্ষোভ-সমাবেশের পর,যুক্তরাষ্টের বাণিজ্য নিষেধাজ্ঞা ও কিউবার বিপ্লবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করার লক্ষ্যে, সরকার আয়োজিত বিশাল সমাবেশে যোগ দিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোI কমিউনিস্ট শাসিত দেশটিতে এই অভাবনীয় বিক্ষোভ, সরকারকে উদ্বিগ্ন করে তোলেI

শনিবার প্রত্যুষে, সরকারপন্থী সমর্থকেরা কিউবার পতাকা নেড়ে এবং প্রয়াত বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো ও তাঁর ভাই রাউল ক্যাস্ট্রো'র ছবি হাতে শহরের সিফ্ৰন্ট বুলেভার্ডে এসে জড়ো হতে থাকেনI

গত সপ্তাহে ব্যাপক খাদ্য ঘাটতি, রাজনৈতিক অধিকারের দাবি এবং করোনা সংক্রমণে সরকারের ব্যর্থতার অভিযোগে সারা দেশজুড়ে বিক্ষোভের জবাব দিতে সরকার এই সমাবেশের আয়োজন করেI

কিউবা সরকার তাদের অল্প-বিস্তর ত্রুটি স্বীকার করলেও, বেশির ভাগ দোষ চাপায় যুক্তরাষ্ট্রের অর্থায়নে আয়োজিত বিপ্লবী কিউবার জনগণের বিরুদ্ধে প্রতিবাদকে, ইতিমধ্যেই যেসব জনগণ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে জর্জরিতI

প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল, যিনি কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দিচ্ছেন, জনতার উদ্দেশ্যে বলেন, কিউবার শত্রুরা আবারো জনগণের পবিত্র একতা ও শান্তি বিনাশ করতে তৎপর হয়েছেI
(এপি)