২০১৬ সালে মধ্যপ্রদেশ রাজ্যেই সবচেয়ে বেশি ধর্ষণের অপরাধ ঘটেছে

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৬ সালে মধ্যপ্রদেশ রাজ্যেই সবচেয়ে বেশি ধর্ষণের অপরাধ ঘটেছে। এর মধ্যে নাবালিকারাও শিকার। সরকার এবার বিশেষ করে কঠোর হতে চাইছে ১২ বছরের কমবয়সীদের ধর্ষণের ঘটনায়।

মধ্য প্রদেশ বিধানসভায় আইন প্রণয়ণ করা হচ্ছে, ১২ বছর কমবয়সী মেয়েদের ধর্ষণ করলে শাস্তি হতে পারে প্রাণদণ্ড। গণ ধর্ষণের ক্ষেত্রেও প্রাণদণ্ডের শাস্তি অথবা, ২০ বছরের কারাদণ্ড। ধর্ষণের মত ঘৃণ্য অপরাধের জন্য কড়া শাস্তির প্রয়োজন নিয়ে দ্বিমত না থাকলেও প্রাণদণ্ডের বিধানই সঠিক কিনা, সেটা বিতর্কিত। যাঁরা যে কোনও কারণেই মৃত্যুদণ্ডের বিরোধী, তাঁরা ছাড়াও এ ক্ষেত্রে পাল্টা যুক্তি হল, নাবালিকাকে ধর্ষণ করে ধরা পড়লে প্রাণদণ্ডের বিধান থাকলে অপরাধী তো ধর্ষিতাকে খুন করে ফেলেই সাক্ষ্য লোপাটের চেষ্টা করতে পারে।

Your browser doesn’t support HTML5

২০১৬ সালে মধ্যপ্রদেশ রাজ্যেই সবচেয়ে বেশি ধর্ষণের অপরাধ ঘটেছে