আইএস দমনে এবার সামরিক সহায়তা দেবে জার্মানী

জার্মানী পার্লামেন্টে সিরিয়ায় আইএস বিরোধী লড়াইয়ে সামরিক সহায়তা প্রদানের প্রস্তাব অনুমোদন লাভ করেছে। গত মাসে প্যারিসে মারাত্মক হামলার পর ফ্রান্স সাহায্যে অনুরোধ জানানোর পরেই বিপুল ভোটে তা অনুমোদন লাভ করল।


বার্লিনের আইন প্রণেতারা শুক্রবার প্রস্তাবটি পক্ষে ৪৪৫ জন ভোট দেন। এর বিপক্ষে ভোট পড়ে ১৪৬টি। এ প্রস্তাবের আওতায় জার্মানির ৬টি টর্নেডো জেট, জ্বালানী সরবরাহকারী বিমান, একটি যুদ্ধ জাহাজ ও ১২ হাজার সৈন্য সিরিয়ায় আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে যোগ দেবে।


গত ১৩ নভেম্বর প্যারিসে রক্তাক্ত সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁন্দের অনুরোধে বার্লিন আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত নিলো । তবে জার্মানি এখনই সরাসরি কোনও অভিযানে অংশ নেবে না। আইসিসি প্যারিস হামলার দায়িত্ব স্বীকার করে।

ব্রিটেন ইরাকে ইসলামিক ষ্টেটের লক্ষ্যস্থলগুলোতে আক্রমণ চালানো শুরু করেছে এবং বৃহস্পতিবার ব্রিটিশ পার্লাম্যান্টে সিরিয়ায় অতিরিক্ত যুদ্ধ বিমান পাঠানো এবং অভিযান চালানোর প্রস্তাব গৃহীত হয়।