৯২০ মিলিয়ন ডলার আন্তর্জাতিক সাহায্যের আবেদন জেনেভা বৈঠকে

Geneva

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য, বাসস্থানসহ অন্যান্য প্রয়োজনীয়তা মেটানো এবং রোহিঙ্গা সংকটের জন্য স্থানীয় বাংলাদেশী অধিবাসীদের সহায়তার লক্ষ্যে ২০১৯ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত ৯২০ মিলিয়ন ডলার আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে। জেনেভায় শুক্রবার বাংলাদেশ সময় অপরাহ্নে শুরু হওয়া দাতা দেশ এবং সংস্থাগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি আদায়ের ওই বৈঠকে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বিভিন্ন এনজিও এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও অংশ নিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ৯ লাখের বেশি রোহিঙ্গার নানাবিধ প্রয়োজনীয়তা এবং সাড়ে তিন লাখ ক্ষতিগ্রস্ত বাংলাদেশী নাগরিককে সহযোগিতার করার লক্ষ্যেই যৌথভাবে ওই অর্থ সাহায্য চাওয়া হয়েছে। জেনেভা বৈঠকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি ও জীবনমান বজায় রাখা এবং ক্ষতিগ্রস্ত বাংলাদেশীদের সহায়তাই সবচেয়ে জরুরি মানবিক বিষয়। এদিকে, বৈঠকে দাতাদের কাছ থেকে কতোটা প্রতিশ্রুতি পাওয়া গেছে তা এখনো জানা যায়নি।

ঢাকা থেকে আমীর খসরুর প্রতিবেদন।

Your browser doesn’t support HTML5

৯২০ মিলিয়ন ডলার আন্তর্জাতিক সাহায্যের আবেদন জেনেভা বৈঠকে