১৪ বছর আগে এই দিনে ঘটেছিল ভয়াবহ এবং দুঃসহ স্মৃতির নাইন-ইলেভেন। ২০০১ সালের এই দিনে টুইন টাওয়ারসহ গুরুত্বপূর্ণ ৪টি স্থাপনা সন্ত্রাসীদের আত্মঘাতী হামলায় নিহত হন প্রায় ৩ হাজার জন মানুষ, যার মধ্যে কয়েকজন বাংলাদেশীও ছিলেন। ওই ঘটনা বদলে দিয়েছে সামগ্রিক বিশ্ব ব্যবস্থা এবং বিশ্ব পরিস্থিতি। এর প্রতিক্রিয়া থেকে মুক্ত নন কেউই, এমনকি বাংলাদেশও নয়। ৯/১১’র ঘটনাবলী কি প্রতিক্রিয়া ফেলেছে বিশ্বব্যাপী এবং বাংলাদেশেই বা জঙ্গীবাদের বিস্তার ক্রমবর্ধমানহারে কিভাবে বাড়ছে, সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক এবং গবেষণা সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজ-র প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুনীরুজ্জামান। জেনারেল মুনীরুজ্জামান মনে করেন, বাংলাদেশের জঙ্গীবাদের উত্থানে শুধু বাংলাদেশই নয়, এটি সামগ্রিকভাবেই পুরো অঞ্চলকেই বিপদাপন্ন করে তুলছে।...ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5