জঙ্গীবাদ শুধু বাংলাদেশই নয়, পুরো অঞ্চলকেই বিপদাপন্ন করে তুলছে: জেনারেল মুনীরুজ্জামান

১৪ বছর আগে এই দিনে ঘটেছিল ভয়াবহ এবং দুঃসহ স্মৃতির নাইন-ইলেভেন। ২০০১ সালের এই দিনে টুইন টাওয়ারসহ গুরুত্বপূর্ণ ৪টি স্থাপনা সন্ত্রাসীদের আত্মঘাতী হামলায় নিহত হন প্রায় ৩ হাজার জন মানুষ, যার মধ্যে কয়েকজন বাংলাদেশীও ছিলেন। ওই ঘটনা বদলে দিয়েছে সামগ্রিক বিশ্ব ব্যবস্থা এবং বিশ্ব পরিস্থিতি। এর প্রতিক্রিয়া থেকে মুক্ত নন কেউই, এমনকি বাংলাদেশও নয়। ৯/১১’র ঘটনাবলী কি প্রতিক্রিয়া ফেলেছে বিশ্বব্যাপী এবং বাংলাদেশেই বা জঙ্গীবাদের বিস্তার ক্রমবর্ধমানহারে কিভাবে বাড়ছে, সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক এবং গবেষণা সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজ-র প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুনীরুজ্জামান। জেনারেল মুনীরুজ্জামান মনে করেন, বাংলাদেশের জঙ্গীবাদের উত্থানে শুধু বাংলাদেশই নয়, এটি সামগ্রিকভাবেই পুরো অঞ্চলকেই বিপদাপন্ন করে তুলছে।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

জঙ্গীবাদের উত্থানে শুধু বাংলাদেশই নয়, পুরো অঞ্চলকেই বিপদাপন্ন করে তুলছে: জেনারেল মুনীরুজ্জামান