সোমবার, এটর্নি জেনারেল পদপ্রার্থী, মেরিক গারল্যান্ড সেনেটে সাক্ষ্যদানকালে বলেন, প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটাল ভবনে যে হামলা ও ভাঙচুর করে, তা ছিল গণতন্ত্রের বিরুদ্ধে নিকৃষ্ট এক হামলাI তিনি বলেন তদন্ত যেখানেই গড়াক, তদন্ত চালাতে তিনি প্রতিশ্রুতিবদ্ধI
তিনি বলেন, তাঁর মনোনয়ন সত্যায়িত হলে,তদন্ত চালানো হবে, তাঁর প্রধান অগ্রাধিকার বিষয়I তিনি আরো বলেন, মনোনীত হলে তিনি বিদ্রোহী নেতাদের, তাদের ধ্যান-ধারণা এবং অর্থায়ন বিষয়ে আরো ব্যাপক তদন্ত চালাবেন I
মেরিক গারল্যান্ডের মনোনয়ন প্রায়ই নিশ্চিতI তাঁর প্রতি রিপাবলিকান আইনপ্রণেতাদেরও সমর্থন রয়েছে I রিপাবলিকান আইনপ্রণেতাদের আশ্বস্ত করে তিনি বলেন, ট্রাম্প মনোনীত আইনজীবীদের তদন্ত হ্রাস করার তাঁর কোন ইচ্ছা নেইI