ইটালীর উপকূলে উল্টে পড়া প্রমোদ তরী থেকে জ্বালানী তেল তুলতে কয়েক সপ্তাহ সময় লাগবে ।

ইটালীর উপকূলে উল্টে পড়া প্রমোদ তরী থেকে জ্বালানী তেল তুলতে কয়েক সপ্তাহ সময় লাগবে ।

জাহাজ উদ্ধার তত্পরতায় বিশেষভাবে পারদর্শি ওলন্দাজ একটি কোম্পানী বলছে ইটালীর উপকূল বেস্টনীতে উল্টে পড়া প্রমোদ তরী থেকে জ্বালানী তেল তুলে আনতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে । ঐ কোম্পানী নাম যার স্মীট , বলছে – জ্বালানী উত্তোলন পর্ব শুরুর আগে মঙ্গলবার তারা পরিস্থিতি খতিয়ে দেখবে । ঐ প্রমোদ তরী কোস্টা কংকোর্ডিয়া যেখানটায় তটভুমির কাছে আটকিয়ে উল্টে যায় তার কাছের সমূদ্রবক্ষ খুবই উত্তাল এবং জাহাজটির জ্বালানী তেলের আধার থেকে তেল বেরিয়ে তা সমুদ্র বক্ষে ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিচ্ছে । এখনো অব্দি ২০ লক্ষ লিটার পরিমান ঐ জ্বালানী তেল বের হয়নি – তবে উল্টে পড়া জাহাজের চারপাশে তেল নি:সরন প্রতিরোধ উপযোগী বেস্টনী গড়ে তোলা হয়েছে । ইটালীর উদ্ধারকর্মিরা এখনো অব্দি , জাহাজের ভেতর কেউ আটকিয়ে রয়েছে কিনা তা সন্ধান করে দেখছে । জাহাজটি তটভুমির পাথর ভরা অংশে আটকিয়ে উল্টে যায় শুক্রবার রাতে ।