প্রতিবেশি সিরিয়ায় চলমান সহিংসতার মুখে লেবাননের প্রতি সমর্থন জানানোর উদ্দেশ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলান্দে এক সংক্ষিপ্ত সফরে লেবানন গিয়েছেন। তিনি আজ সকালে বৈরুতে পৌছে লেবাননের প্রেসিডেন্ট মিশেল সুলেমানের সঙ্গে বৈঠক করেন।
এই সফরের ঠিক দু সপ্তা আগে বৈরুতে গাড়ি বোমা আক্রমণ চালানো হয় যার জন্যে বিরোধীরা সিরিয়ার প্রেসিডেনট বাশার আল আসাদকে দায়ি করেছে এবং লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছে। তারা বলছে যে সরকার দামেস্কের প্রতি নমনীয়। স্মরণ করা যেোতে পারে যে ঐ গাড়ি বোমা আক্রমণে লেবানরে একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা উইসাম আল হাসান নিহত হন। এক যোথ সংবাদ সম্মেলনে ওলান্দে ঐ আক্রমণের বিষয়টি উল্লেখ করেন
ওলান্দে বলছেন যে উইসাম আল হাসানের মতো চমৎকার ব্যক্তি নিহত হবার পর তিনি সে দেশের সন্ধিক্ষণে সেখানে গেছেন এবং লেবাননের জনগণের সঙ্গে তাঁর একাত্মতা ঘো্ষণা করছেন।
এ দিকে মি সুলেমান , যিনি প্রধানমন্ত্রী মিকাতির পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন ব তিনি সকলকেই এই ঘটনা অতিক্রম করে , সংলাপ ও সহযোগিতার মাধ্যমে একত্রে কাজ করার আহ্বান জানান।