ফ্রান্সে নিরাপত্তা রক্ষায় সেনা মোতায়েন

ফ্রান্স স্পর্শকাতর এলাকাগুলোতে ১০হাজার সেনা মোতায়েন করেছে। গত সপ্তাহে প্যারিসে মারাত্মক হামলার প্রেক্ষিতে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ঐ সিদ্ধান্ত।

প্রতিরক্ষা মন্ত্রী-Jean-Yves Le Drian সোমবার সাংবাদিকদের বলেছেন, মঙ্গলবার বিকেল থেকে ঐ সেনারা কাজে নামবেন। স্বরাষ্ট্রমন্ত্রী Cazeneuve বলেছেন, এই সেনাসদস্যদের অর্ধেক নিয়োজিত থাকবে ফ্রান্সের ৭শ ১৭টি ইহুদী স্কুলের নিরাপত্তা রক্ষায়।

প্রেসিডেণ্ট Francois Hollande-এর সঙ্গে একটি নিরাপত্তা পদক্ষেপ বিষয়ক বৈঠক শেষে তাঁরা ঐ মন্তব্য করেন।