পাকিস্তানে পুলিশের সামনে অন্তঃসত্তা নারীকে হত্যা


পাকিস্তানের পুলিশ জানিয়েছে যে লাহোরের পূর্বাঞ্চলে এক অন্তঃসত্তা নারীকে পরিবারের সম্মান রক্ষার অজুহাতে পাথর ছুঁড়ে হত্যার সংগে জড়িত ৪ ব্যাক্তিকে তারা গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে শুক্রবার তারা ঐ মহিলার চাচা এবং দুই চাচাত ভাইকে আটক করেছে। এ পর্যন্ত মোট চারজনকে আটক করা হয়েছে।

প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বৃহস্পতিবার এক বিবৃতিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে এই ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

২৫ বছর বয়সী ফারজানা পারভিন আদালত ভবনের বাইরে দাঁড়িয়েছিল বিচারপতি বলার জন্য যে সে পরিবারের অমতে নিজ ইচ্ছায় ভালবেসে বিয়ে করেছে। তার এই অপরাধের জন্য পরিবারের সদস্যরা প্রকাশ্যে ইঁট পথর ছুঁড়ে ও লাঠিপেটা করে তাকে হত্যা করে।