প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের বিভিন্নস্থানে পাহাড়ী ঢল, ভূমিধস ও গাছচাপায় গত দুই দিনে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কয়েকটি জেলায়। চট্টগ্রাম, বরিশাল, ঝিনাইদহ, চাঁদপুর, ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ। এসব এলাকায় ফসলেরও ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। শনিবার টেকনাফে পাহাড় ধসে নিহত হয়েছেন মা-মেয়ে। স্থানীয় সাংবাদিক আমান উল্লাহ আমান জানান, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পূর্ব পুরানপাড়ায় এই পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। এতে মকছুদা খাতুন ও তার মেয়ে শাহিনা আক্তার নিহত হন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অবশ্য সার্বিক পরিস্থিতিতে উদ্বিগ্ন না হওয়ার আহবান জানিয়েছেন।
এদিকে, টানা বর্ষণে রাজধানীতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার পাশাপাশি দিনভর যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে জনসাধারণকে। অনেক জায়গায় যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। ঢাকা থেকে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন মতিউর রহমান চৌধুরী
Your browser doesn’t support HTML5