সেনাবাহিনীর অনুমোদন না আসায় অনিশ্চিত কলকাতার ময়দানের বাজি বাজার

সামনেই কালীপুজো অর্থাৎ দীপাবলি উৎসব দেওয়ালী , এখনো পর্যন্ত সেনাবাহিনীর অনুমোদন আসেনি, অনিশ্চিত কলকাতার ময়দানের বাজি বাজার।

এখনও পর্যন্ত সেনাবাহিনীর অনুমোদন না আসায় এবার কলকাতার ময়দানে বাজির বাজার অনিশ্চিত হয়ে পড়ল। আদৌ সেনাবাহিনীর অনুমতি মিলবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন লালবাজারের কর্তারা। সেক্ষেত্রে এই বাজারে বাজি বিক্রির সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের উত্তর কলকাতার টালা পার্কে স্থানান্তরিত করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের খবর ইতিমধ্যেই বাজি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন লালবাজারের পুলিসকর্তারা। সেই বৈঠকের পরই লালবাজারে অতিরিক্ত পুলিস কমিশনার জয়রামন সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন এ ব্যাপারে কথাবার্তা হচ্ছে। প্রতিবছরই অনুমতি মিলে যায়। শেষপর্যন্ত অনুমতি না মিললে ব্যবসায়ীদের টালা পার্কেই স্থানান্তর করা হবে বলে প্রাথমিকভাবে স্থির হয়েছে। প্রসঙ্গত বলা যেতে পারে কালীপুজোর আর বেশি দিন নেই। তাই অনুমতি এখনই না মিললে মেলার স্টল তৈরি করাও সম্ভব হবে না। সেক্ষেত্রে অবশ্য সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় বলেছেন অনুমতি এখনও আসেনি বলে এটাও ঠিক নয় যে আসবে না। আশা করছি, সেনাবাহিনী থেকে দ্রুত অনুমোদন চলে আসবে।

কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায় জানাচ্ছেন বিস্তারিত।

Your browser doesn’t support HTML5

অনিশ্চিত কলকাতার ময়দানের বাজি বাজার