শনিবার ব্রিটিশ কলাম্বিয়ার উপকূলে মাইনিং কেমিকালস বহনকারী একটি মালবাহী জাহাজের কনটেইনারে আগুন লাগেI কানাডার কোস্ট গার্ড জানাচ্ছে যে তারা পরিবেশগত ঝুঁকিসহ পরিস্থিতি নিরূপনে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের সঙ্গে মিলিতভাবে কাজ করে যাচ্ছেI
কানাডার কোস্ট গার্ড শনিবার দিনের শেষে এক বিবৃতিতে জানায় এম ভি জিম কিংস্টন জাহাজ থেকে ১৬জন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে এবং ৫জন সদস্য আগুন নেভানোর কাজে জাহাজে রয়ে গেছেনI
বিবৃতিতে জানানো হয় যে বর্তমানে ১০টি কনটেইনারে আগুন জ্বলছে, আগুন ছড়িয়ে পড়া অব্যাহত থাকলেও জাহাজটিতে আগুন ধরেনিI
কানাডীয় সংস্থা জানায় যে ৪০টি কনটেইনার জাহাজ থেকে জলে পড়ে যায় তা খুঁজে পেতে তারা যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছে ,কারণ নাবিকদের জন্য যা সমূহ ঝুঁকির কারণ হতে পারেI
"নাবিকদের ওই অঞ্চল থেকে সরে থাকার নির্দেশ দেয়া হচ্ছেI এই মুহূর্তে কূলে থাকা জনগণের জন্য তা কোনো নিরাপত্তা ঝুঁকি নয়, তবে পরিস্থিতির ওপর অব্যাহত নজর রাখা হবে"I রয়টার্স মাধমের নেয়া ভিডিওতে ডেক থেকে পানিতে আগুন পড়তে দেখা যায়I
শুক্রবার জিম কিংস্টন জাহাজটি হুয়ান দে ফুকা প্রণালীর পশ্চিমে খারাপ আবহাওয়ায় পড়ার কথা জানায়I
কানাডার একটি পরিবেশবাদী সংস্থা, Surfrider Foundation Canada 'র প্রেসিডেন্ট, ডেভিড বুদিনো বলেন, এটা অত্যন্ত উদ্বেগজনকI জাহাজ ও এর কনটেইনারগুলি এখন ব্রিটিশ কলাম্বিয়ার ভিক্টোরিয়ার খুব কাছে রয়েছে এবং এই অঞ্চলে আজ রাতে বড় ধরণের ঝড়ের সংকেত দেয়া হয়েছেI
Eikon Refinitiv 'র তথ্য অনুযায়ী মাল্টার পতাকাবাহী জাহাজ, জিম কিংস্টনের ব্যবস্থাপনায় রয়েছে সাইপ্রাস ভিত্তিক ডানাওস শিপিং কোম্পানি লিমিটেড I