ফার্গুসনের ঘটনায় তিনদিনে ৫৮ জন গ্রেপ্তার, নিউইয়র্ক, বস্টন, লস এঞ্জেলেস, পোর্টল্যান্ড এবং ডালাসে বিক্ষোভ

মিজৌরীর গ্র্যান্ড জুরি কতৃক ফার্গুসন শহরে কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউনকে গুলী করে হত্যার অভিযোগে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনকে অভিযুক্ত না করায় তৃতীয় দিনের ন্যায় অব্যহত রয়েছে অসস্তোষ, বিক্ষোভ ও সহিংসতা।

National Guard soldiers board a bus outside of the Ferguson City Hall during a third night of protests following the grand jury verdict in the Michael Brown shooting in Ferguson, Missouri, Nov. 26, 2014.

বুধবার সেন্ট লুইস সিটি হলের সামনে শতশত বিক্ষোভকারী শেম শেম বলে চিৎকার করেন। পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। বিক্ষোভকারীদের মধ্য হতে এ পর্যন্ত তিনদিনে মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হল।

যুক্তরাস্ট্রের বিভিন্ন রাজ্য ও শহরে বিষযটি নিয়ে পৃথক পৃথক বিক্ষোভ ও সহিংসতা হয়েছে। নিউইয়র্ক, বস্টন, লস এঞ্জেলেস, পোর্টল্যান্ড এবং ডালাসে বিক্ষোভ করেছে বহু মানুষ।

National Guardএর দু হাজারের বেশি সেনা মোতায়েন করা হয় মিজৌরির Fergusonএ। সাম্প্রদায়িক সংঘাত সংঘর্ষ যাতে না হয় তারা, তা নিশ্চিত করবে। সোমবার যখন ঘোষণা করা হয় যে officer Darren Wilson এর বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করা হবে না সেখানে সংঘর্ষ শুরু হয়।

ferguson 4

VOA's Ayesha Tanzeem যিনি এখন Fergusonএ আছেন তিনি বলেছেন প্রথম রাতে যে ব্যাপক লুঠতরাজ হয় তার আর পুনরাবৃত্তি ঘটেনি। সেদিন বেশ কিছু ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়।