রিও অলিম্পকে চতুর্থ স্বর্ন জয়ের লক্ষ্য লড়ছেন যুক্তরাষ্ট্রের ফেল্পস

যুক্তরাষ্ট্রের সাতারু মাইকেল ফেল্পস তার জীবনের ২২তম স্বর্ন পদক জয়ের লক্ষ্যে রিও অলিম্পকে ২০০ মিটার একক সাতার প্রতিযোগীতায় অংশ নিচ্ছেন আজ রাতে।

রিওতে ফেল্পস ইতিমধ্যেই ৩টি স্বর্ন জিতেছেন। যদি আজ তিনি যেতেন এই অলিম্পকে হবে তার চতুর্থ স্বর্ন জয়।

দুই অষ্ট্রেলীয়ান বোন কেট এবং ব্রন্টে ক্যাম্পবেল একে অন্যের সঙ্গে লড়বেন নারীদের ১০০ মিটার ফ্রিষ্টাইল সাতারে।

৮০০ মিটার ফ্রিষ্টাইলে যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি আজ অংশ নেবেন কোয়ালিফাইং রাউন্ডে। ইতিমধ্যেই তিনি রিও অলিম্পিকে ২০০ ও ৪০০ মিটার ফোইষ্টাইলে স্বর্ন জিতেছেন।

অলিম্পকের একশ বছরেরও বেশি সময় পর আজ গল্ফ অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া রাগবি, জিমন্যাস্টিকসহ বেশ কিছু ইভেন্ট হবে আজ।