গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোয় হামলার ঘটনায় জড়িত দুই হামলাকারী অনলাইনে নিজেরা পরিচিত হবার অনেক আগেই জঙ্গীবাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল এবং বছর দুয়েক আগে থেকেই তারা জিহাদ নিয়ে আলোচনা করতো। এফবিআই পরিচালক জেমস কোমে বুধবার সেনেট জুডিশিয়ারি কমিটির সামনে একথা বলেছেন।
কোমে বলেন সায়েদ রিজওয়ান ফারুক ও তার স্ত্রী তাশফিন মালিক এক বছর আগে বিয়ে করেন। তারা বিদেশী জঙ্গীদের দ্বারা জঙ্গীবাদে আকৃষ্ট হয়। তিনি তাদেরকে এদেশে বেড়ে ওঠা সন্ত্রাসী বলে বর্ননা করেন।
তিনি বলেন এ বিষয় নিয়ে তদন্ত চলছে বলে তিনি এর বেশী তথ্য দিতে পারছেন না।