আগামীকাল মঙ্গলবার সারা ভারতজুড়ে কৃষক সংগঠনগুলো যে বনধ্ ডেকেছে, তা বস্তুত ভারত বনধে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, প্রতিটি ট্রেড ইউনিয়ন এবং বিরোধী রাজনৈতিক দলগুলো এই ধর্মঘট সমর্থন করছে। ভারতীয় কৃষক ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকায়ত বলেছেন, তাঁরা সরকারের বিরুদ্ধে এই বনধ্ পালন করছেন, কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে তাঁরা ধর্মঘট করছেন। কিন্তু জনসাধারণের কোনও অসুবিধা চান না। তার জন্য আগামীকাল ধর্মঘট শুরু হবে সকাল ১১টায়, চলবে বেলা তিনটে পর্যন্ত। যাতে জনগণ নিজের নিজের কাজকর্ম সারতে পারেন, কেউ যদি অফিসে যেতে চান যেতে পারেন এবং ফেরার সময় তাঁরা নিশ্চিন্তে ফিরতে পারেন। তবে মাঝখানে ধর্মঘটের সময়টা কৃষক ইউনিয়নগুলো বলে রেখেছে, সবকিছু তারা অচল করে দেওয়ার চেষ্টা করবে। পরিবহন থেকে শুরু করে দোকানপাট বন্ধ থাকবে, ফলে জনজীবন স্তব্ধ হয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষকদের কৃষি আইন নিয়ে মতভেদের কারণে গত দশ দিন ধরে কৃষকরা পথে অবস্থান করছেন। যদিও সরকারের সঙ্গে ইতিমধ্যে পাঁচ দফা বৈঠক হয়েছে, কিন্তু কোনও কথাতেই কৃষকদের দাবীদাওয়া পূরণের সম্ভাবনা ছিল না। আর একদিন পরে ষষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা। তার আগে কৃষকরা ধর্মঘট করে বুঝিয়ে দিতে চাইছেন যে তাঁরা শুকনো কথা চান না, ফল চান।
Your browser doesn’t support HTML5