২০২০ সালের প্রেসিডেনশিয়াল নির্বাচনে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরে যাবার পর, প্রথমবারের মতো রিপাবলিকানরা, রক্ষণশীল রাজনৈতিক সম্মেলন বা 'সিপ্যাকের' সম্মেলনে যোগ দিয়েছেনI এই সম্মেলনে এখন প্রধান আলোচ্য বিষয়, বিতর্কিত প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পI
রবিবার তিনি সম্মেলনে ভাষণ দিতে পারেন, যা হবে ওয়াশিংটন ছেড়ে যাবার পর, তার প্রথম জনসমক্ষে আসাI
ট্রাম্পের একজন সহযোগী জানান, তিনি রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ এবং সম্ভবতঃ প্রেসিডেন্ট বাইডেনের তাদের কথায়, "ভয়ানক" অভিবাসন নীতির সমালোচনা করবেনI এই সম্মেলন এমন সময় হচ্ছে, যখন রিপাবলিকান পার্টিতে বর্ধিত বিতর্ক ট্রাম্পকে নিয়ে , যে পার্টি ট্রাম্পকে সঙ্গে রাখবে ? নাকি দূরত্ব বজায় রাখবে ?